ঝড়ের দাপট, তিন দিন বিদ্যুৎহীন পিংলার ২০০টি পরিবার

বিদ্যুৎ না থাকায় পাম্প থেকে পানীয় জল পাচ্ছেন না বাসিন্দারা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
১২৩

File Picture

নিজস্ব সংবাদদাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বিস্তীর্ণ এলাকা বিশেষ করে বেলাড়, কাটাচৌকি সহ একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া এবং বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়। ফলে জনজীবন ব্যাহত হয়। এর ফলে একাধিক এলাকায় ঘরবাড়ি এবং ফসলের ক্ষতিও হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, গত সোমবার থেকে ৩ দিন পেরিয়ে গেলেও পিংলার ১ নং কুশুমদা গ্রাম পঞ্চায়েতের বেলাড়, কাটাচৌকি গ্রামের প্রায় ২০০টি পরিবার বিদ্যুৎহীন ভাবে দিন কাটাচ্ছেন। সন্ধ্যে নামলেই অন্ধকারে নিঝুম হচ্ছে এলাকা। পাশাপাশি বিদ্যুৎ না থাকায় পাম্প থেকে পানীয় জল পাচ্ছেন না বাসিন্দারা। ফলে হাহাকার পড়েছে এলাকায়। 

electric.jpg

অন্যদিকে একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও তারা গড়িমসি করছে বলে অভিযোগ করছেন সাধারণ মানুষজন। পাশাপাশি স্কুলগুলিতেও পানীয় জল ও রান্নার জলের সমস্যা দেখা দিয়েছে। আজ সকালেও বিদ্যুৎ নেই ওই এলাকায়।

এ বিষয়ে পিংলা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ সুনন্দ ভৌমিককে ফোন করা হলে তিনি জানান, “এটা সত্যি ঘটনা। পিংলার ওই অঞ্চলে তিন দিন পেরিয়ে গেলেও বিদ্যুৎ পরিষেবা ঠিক হয়নি। এসএস কে জানিয়েছি। ওনারা জানিয়েছেন আজ হয়ে যাবে”। দেখা যাক চতুর্থ দিনেও ওই গ্রাম পঞ্চায়েতের পরিবার গুলি বিদ্যুৎ পরিষেবা পান কিনা।