এগরায় জঙ্গি সন্দেহে আটক ২, পরিচয় তারা বাংলাদেশের নাগরিক

পুলিশ ঘটনার তদন্ত করতে গিয়ে জানতে পারে দুই ব্যক্তির আসল পরিচয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
terrorism

File Picture

নিজস্ব সংবাদদাতা: এগরায় জঙ্গি সন্দেহে আটক ২। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর বাজারে। 

স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় ১ মাস ধরে সুকুমার মান্নার ঘরে দুজন পরিবার ভাড়া থাকতো।  আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা ও রাজমিস্ত্রির পরিচয় দিয়ে ঐ এলাকায় ঘর ভাড়া নিয়েছিল। দুজনের নাম কুরবান মণ্ডল ও ইমরান হোসেন। 

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে ঐ দুই ব্যক্তির স্ত্রীর সাথে পারিবারিক ঝামেলা হলে। এগরা থানার অন্তর্গত নেগুয়া ফাঁড়িতে কুরবান মন্ডলের স্ত্রী মুক্তা বিবি তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেই ঘটনাকে কেন্দ্র করে এগরা থানার পুলিশ ঘটনার তদন্ত করতে গিয়ে জানতে পারে দুই ব্যক্তির আসল পরিচয়। তারা দুজনেই বাংলাদেশের নাগরিক। 

lkokol

জানা গেছে ঐ দুই যুবক জাল ভারতীয় পরিচয়পত্র তৈরী করে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতো। জাল পরিচয় পত্রে ঠিকানা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার কেউটসা বুরুজ গ্রামে।

তবে বর্তমানে ঐ দুই যুবকের স্ত্রী নিখোঁজ রয়েছে। আজ ঐ দুই যুবককে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। তবে ঠিক কি কারণে ২ যুবক এখানে থাকতো! এর পেছনে কি কোনো নাশকতার ছক ছিল সেবিষয়ে তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।

lyuuujj