রথযাত্রায় জগন্নাথকে পুজো দিতে যাবেন ? তাহলে ডালিতে রাখুন এই পাঁচটি জিনিস

জগন্নাথ দেবের পুজোয় কি কি ফুল দিলে সুফল মিলবে ?

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আগামী রবিবার রথযাত্রা। আপনি কি জগন্নাথদেবের কৃপাদৃষ্টি আপনার দিকে বজায় রাখতে চান ? তাহলে পুজোর ডালিতে অবশ্যই রাখুন এই ফুলগুলি। এগুলি জগন্নাথদেবের প্রিয় ফুল। 

Jagannath Puri Rath Yatra 2023 date: Jagannath Puri Rath Yatra 2023:  Everything you need to know about the festival - The Economic Times

পুরোহিতরা বলেছেন যে, জগন্নাথ দেবকে পুজোর সময় অবশ্যই দিতে হবে তুলসী পাতা। তাকে পুজোর সময়ে ১০৮ তুলসী পাতার মালা দিতে হবে জগন্নাথদেবকে। 

তুলসী ছাড়াও জগন্নাথদেবের অন্যতম প্রিয় ফুল হল কদম্ব। তাই বলা হয় যে এই ফুল অর্পণ করলে জগন্নাথদেবের কৃপা পাওয়া যায়।

কদম্ব ফুলের পাশাপাশি টতার অন্যতম পছন্দের ফুল হল সুগন্ধি সাদা রজনীগন্ধা। তাকে রজনীগন্ধার মালাও পড়াতে পারেন। 

জগন্নাথ দেবের সুগন্ধি ফুল ভীষণ প্রিয়। তাই সুগন্ধী ফুল হিসেবে নিবেদন করতে পারেন জুঁইফুল। 

জগন্নাথদেবকে মালা পরাতে চাইলে দিতে পারেন গাঁদা ফুলের মালা।