নিজস্ব সংবাদদাতা : অযোধ্যার রাম মন্দিরে দ্বিতীয় রাম জন্মোৎসব উদযাপনের জন্য জোরকদমে প্রস্তুতি চলছে। হাজার হাজার ভক্তের আগমনের কথা মাথায় রেখে নিরাপত্তা ও রাম লালার দর্শনের ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। রাম নবমী উপলক্ষ্যে, অযোধ্যার রাম মন্দিরে প্রায় এক হাজার অত্যাধুনিক এআই-নির্ভর সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।
/anm-bengali/media/media_files/SwYZw6KimJSLIMz2s62B.jpg)
ইতিমধ্যেই এই নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। ভক্তদের সুবিধার জন্য রাম জন্মভূমি প্রাঙ্গণে প্রায় পাঁচ হাজার মানুষের ভার ধারণক্ষমতা সম্পন্ন দুটি পৃথক 'হোল্ডিং এরিয়া' তৈরি করা হয়েছে। এর মাধ্যমেই রাম মন্দিরের ভিড় নিয়ন্ত্রণ করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে রাম লালার দর্শন করতে পারেন।