গেরুয়া বসনে রামনাম সিউড়ির তৃণমূল বিধায়কের- মিছিলে শতাব্দীও
মহামারী থেকে বাঁচতে শুরু হয়েছিল অন্নপূর্ণা পূজা ! আজও সমান উন্মাদনায় পালিত হয় কেশিয়ারির অন্নপূর্ণা পূজা
ঠাকুরপুকুরে বাজারের মধ্যে ঢুকে পড়ল গাড়ি- পরপর ধাক্কা সাধারণ মানুষকে, দুর্বিষহ অবস্থা, সংখ্যা শুনলে বুক কাঁপবে
তোষণের রাজনীতি কাল হবে ওর- রাম নবমীতে কাকে নিশানা সজল ঘোষের?
রাম নবমীর পুজো সেরেই বড় দাবি করে বসলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা
হরদীপ সিং পুরী কি করলেন?
নরেন্দ্র মোদী অনুরাধাপুরে পৌঁছেছেন
রাম নবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা দ্রৌপদী মুর্মুর
উৎসব তো হবেই, শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করা পুলিশের কর্তব্য- দিলীপের সোজা মন্তব্য

অযোধ্যার রাম মন্দিরে রাম নবমী ২০২৫-এর প্রস্তুতি তুঙ্গে ! নিরাপত্তার ক্ষেত্রে একাধিক উন্নত ব্যবস্থা গ্রহণ

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী গোপন পোশাকে নিরাপত্তা কর্মীরাও রাম মন্দিরে উপস্থিত থাকবেন।

author-image
Debjit Biswas
New Update
ram

নিজস্ব সংবাদদাতা : অযোধ্যার রাম মন্দিরে দ্বিতীয় রাম জন্মোৎসব উদযাপনের জন্য জোরকদমে প্রস্তুতি চলছে। হাজার হাজার ভক্তের আগমনের কথা মাথায় রেখে নিরাপত্তা ও রাম লালার দর্শনের ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। রাম নবমী উপলক্ষ্যে, অযোধ্যার রাম মন্দিরে প্রায় এক হাজার অত্যাধুনিক এআই-নির্ভর সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।

ram mandir edit.jpg

ইতিমধ্যেই এই নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। ভক্তদের সুবিধার জন্য রাম জন্মভূমি প্রাঙ্গণে প্রায় পাঁচ হাজার মানুষের ভার ধারণক্ষমতা সম্পন্ন দুটি পৃথক 'হোল্ডিং এরিয়া' তৈরি করা হয়েছে। এর মাধ্যমেই রাম মন্দিরের ভিড় নিয়ন্ত্রণ করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে রাম লালার দর্শন করতে পারেন।