নিজস্ব সংবাদদাতা: ১৪৪ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। মেলার আয়োজনে এতটুকু খামতি রাখেনি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। গত ১১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত, মাত্র ৬ দিনে মোট ৭ কোটিরও বেশি তীর্থ যাত্রী এখানে এসেছেন পুণ্যার্জনের উদ্দেশ্যে। শুধুমাত্র বৃহস্পতিবারই এখানে ৩০ লক্ষেরও বেশি ভক্ত পুণ্যস্নান করেছেন। ভারতের বিভিন্ন রাজ্য থেকে ও বিশ্বের বিভিন্ন দেশ থেকেও কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় করেছেন মহাকুম্ভ মেলায়। আগামী ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা। এদিন যে পুণ্যার্থীর ঢল নামবে, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।