নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভে (Mahakumbh 2025) মৃত্যুমিছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই ৩০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৯০। দাবি করছেন উত্তরপ্রদেশ সরকারের। যদিও হতাহতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ করছেন বিরোধীদের। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পা। এখনও ঘটনাস্থলেই যাননি যোগী।
এক বছর ধরে চলছে কুম্ভমেলার প্রস্তুতি পর্ব। বিশ্বজুড়ে চলেছে প্রচার। তারপরও কেন এত বড় বিপর্যয়? ভিড় কমাতে বিকল্প পুল থাকলেও, বিপদের সময়ে কেন বন্ধ রইল? হয়েছিল ক্রাইড ম্যানেজমেন্টের মক ড্রিল? উঠছে নানান প্রশ্ন।
বুধবার ভোররাতে মৌনী অমাবস্যার পুণ্যস্নানে রাত ২টো নাগাদ ব্যারিকেড ভেঙে পড়ে পড়ে। তাতেই পদদলিত হয় বহু মানুষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০।