নিজস্ব সংবাদদাতা : ১৪ অক্টোবর মহালয়া। জানেন কী এর অর্থ? মহালয়ার অর্থ হচ্ছে মহান আলয়, যা বোঝানো হয় পিতৃলোককে।এই দিনটি পিতৃ এবং মাতৃ পূজার সন্ধিক্ষণ। আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের শেষ হয়ে দেবীপক্ষ সূচনা হয়।কোনও শুভ কাজ আরম্ভ করতে হলে আগে পূর্বসূরিদের উদ্দেশ্যে সনাতন ধর্ম অনুযায়ী উত্তরসূরিদের তর্পণ করতে হয়। মহালয়ার ভোরে গঙ্গার ঘাটে তর্পণ করা হয়। করা হয় গঙ্গাস্নানও। অঞ্জলি সহ অন্যান্য নিয়ম কানুন মেনে চলতে হয়। খুশি করার ওপর নাম হল তর্পণ। শ্রীলঙ্কা বিজয়ের আগে রামচন্দ্র সেটাই করেছিলেন মহালয়ার দিন।