নিজস্ব সংবাদদাতা : পিতৃপক্ষের অবসান ঘটিয়ে ঘটলো দেবী পক্ষের সূচনা। এই ক্ষণই হল মহালয়া। ঘাটে ঘাটে ভিড়। চলছে তর্পণ। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর শুরু। ইতিমধ্যেই পুজো উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। কোথাও আবার চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মহালয়ার পুন্য তিথিতে এএনএম নিউজের পক্ষ থেকে রইলো শুভ কামনা।
/anm-bengali/media/post_attachments/vvBY8Qhu2GUblwGm8SII.jpg)