জেলায় জেলায় তর্পণের ছবি, বাদ পড়লো না সুবর্ণরেখার তীর

শহরে গঙ্গার ঘাট থেকে জেলায় জেলায় বিভিন্ন নদীর ঘাট, ছবিটা একই রকম। মহালয়ায় চলছে তর্পণ।

author-image
Pallabi Sanyal
New Update
ssssss

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :  রীতি মেনে মহালয়ায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীর ঘাটে করা হল তর্পণ। শনিবার সূর্যোদয়ের সাথে সাথে  সুবর্ণরেখা নদীর ঘাটে এলাকার সাধারণ মানুষ পিতৃপুরুষের উদ্যেশ্যে তর্পণ করেন। স্থানীয় রীতি মেনে প্রতি বছরের মতো এই মহালয়ার দিন নদীর ঘাটে গরুর কাঁচা দুধ, বার্লি, কালো তিল, সাদা ফুল ও পবিত্র নদীর জল দিয়ে তর্পণ করা হয়।

hiring.jpg