মহাশিবরাত্রির দিনে মহাদেবকে নিবেদন করুন এই ভোগ! খুশি হবেন আপনার নিষ্ঠায়

কি কি ভোগ দেওয়া যায়?

author-image
Anusmita Bhattacharya
New Update
shivn

নিজস্ব সংবাদদাতা:মহাশিবরাত্রি তিথিতে শিব-পার্বতীর পুজোর করে তাদের ভক্তরা। এই তিথিতে মহাদেবের পুজো করলে ভক্তদের সব কামনা পূরণ করে দেন দেবাদিদেব মহাদেব। শিবের প্রিয় ফুল, সামগ্রী দিয়ে পুজোর পাশাপাশি তাঁর প্রিয় ভোগ দিলে তিনি আরো বেশি প্রসন্ন হবেন। 

হালুয়া: মহাশিবরাত্রির দিনে সুজি বা আটার হালুয়ার ভোগ নিবেদন করলে দেবাদিদেব তৃপ্ত হবেন।

পঞ্চামৃত: দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে তৈরি করে পঞ্চামৃত শিবকে নিবেদন করুন। সন্তুষ্ট হবেন। উল্লেখ্য এই পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেকও করে ভক্তরা।

সিদ্ধি: ভাঙ মহাশিবরাত্রির পুজোয় ভোগ হিসেবে নিবেদন করতে ভুলবেন না।

দুধ: জাফরান মেশানো দুধ ভোলানাথকে নিবেদন করলে তিনি সবার ইচ্ছে পূরণ করবেন।