মহাশিবরাত্রি উপলক্ষ্যে সেজে উঠবে এই ৫ মন্দির, ভক্তদের ঢল পড়বে চোখে পড়ার মত

প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে কোটি কোটি ভক্ত পবিত্র স্নানে অংশ নেবেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mahadev horoscope

নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে মহাশিবরাত্রি উদযাপনে ধর্মীয় আবহ ও ভক্তির সুর বেজে উঠেছে। শুধুমাত্র শৈব ভক্তরাই নয়, নারী-পুরুষ নির্বিশেষে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই বিশেষ দিনটি উপবাস, পুজোপাঠ ও আরাধনার মাধ্যমে পালন করেন।

এই দিনটিতে হাজার হাজার ভক্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে বিশেষ রুদ্রাভিষেক, জলাভিষেক ও ভস্ম আরতির সাক্ষী হন। এই বছর মহাকুম্ভ মেলার মাঘ মেলায় শেষ শাহি স্নান অনুষ্ঠিত হবে শিবরাত্রির দিন। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে কোটি কোটি ভক্ত পবিত্র স্নানে অংশ নেবেন। তবে দেশের অন্যান্য বিখ্যাত শিবমন্দিরেও বিশেষ পুজোপাঠ ও উৎসবের আয়োজন করা হয়েছে।

নীলকণ্ঠ মহাদেব মন্দির, হরিদ্বার - হরিদ্বারের এই ঐতিহাসিক মন্দিরে প্রতি বছর হাজার হাজার ভক্ত শিবরাত্রির পুজো দিতে আসেন। পৌরি গড়োয়ালের হৃষিকেশ থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির শিবভক্তদের জন্য একটি পবিত্র তীর্থস্থান।

মাতঙ্গেশ্বর মন্দির, খাজুরাহো - খাজুরাহোর মাতঙ্গেশ্বর মন্দিরে ১০ দিনব্যাপী মেলা বসে মহাশিবরাত্রির উপলক্ষে। বিদেশি পর্যটকরাও এই মন্দিরের শিল্প ও স্থাপত্য দেখতে আসেন।

matangeswar

মহাকালেশ্বর মন্দির, উজ্জ্বয়িনী - দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মন্দিরে রাতভর ভক্তদের সমাগম ঘটে। লোককথা অনুযায়ী, এখানে ভগবান শিব স্বয়ং মাটি ফুঁড়ে বেরিয়ে এসে দানব দুষণকে পরাজিত করেন এবং ভক্তদের অনুরোধে এই স্থানে স্থায়ী হন।

Mahakal_Temple_Ujjain

ভূতনাথ মন্দির, মান্ডি - হিমাচল প্রদেশের মান্ডিতে ৫০০ বছরের বেশি সময় ধরে মহাশিবরাত্রি মেলা উদযাপিত হয়ে আসছে। এখানে স্থানীয় মানুষদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও ভিড় জমান।

নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, দ্বারকা - দ্বারকার এই বিখ্যাত মন্দিরে দিনরাত ব্যাপী ভজন, কীর্তন ও বিশেষ অভিষেকের আয়োজন করা হয়। শিবলিঙ্গকে দুধ, ঘি, মধু, চিনি ও দই দিয়ে স্নান করানো হয়।

মহাশিবরাত্রিতে শিবমন্দিরগুলিতে বিপুল ভক্তসমাগম হয় এবং সারা দেশে মহাদেবের মাহাত্ম্য ধ্বনিত হয় এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে।