নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশের বারাণসী শহরের কাশী বিশ্বনাথ মন্দিরে প্রতিবছরের ন্যায় এ বছরেও মহা শিবরাত্রি উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। শিব ভক্তরা পবিত্র মন্দিরে সমবেত হয়ে দিনব্যাপী পূজা-অর্চনা এবং মন্ত্র পাঠ করবেন। প্রতিবছর এই দিনে, মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়ে।
উল্লেখ্য, কাশী বিশ্বনাথ মন্দির, শিবধামের অন্যতম প্রধান স্থান হিসেবে পরিচিত। মহা শিবরাত্রিতে বিশেষ গুরুত্ব পায় এই মন্দির। ভক্তরা এখানে শিবের আরাধনা করে, তাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। দেখুন পুজোর ভিডিও :
https://x.com/ANI/status/1894611888342012184?t=N9_x5_6DsHer1zTO4xbFOQ&s=19