অমৃত স্নানের শেষদিন আজ! ১০০ বছর পর শুভ যোগে ভাগ্যের মোড় ঘুরবে তিন রাশির

প্রতিবছর ফাল্গুন মাসে পালন করা হয় মহাশিবরাত্রি। দেবাদিদেবের আরোধনায় মেতে ওঠে সকলে। চলতি বছর আজকের দিনে রয়েছে মালব্য রাজযোগ। ১০০ বছর পর তৈরি হচ্ছে এই যোগ।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
shiv1

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আজ মহাশিবরাত্রি (Maha Shivratri 2025)। প্রতিবছর ফাল্গুন মাসে এই বিশেষ দিনটি পালন করা হয়। মহাদেবের আরোধনায় মেতে ওঠে ভক্তকূল। চলতি বছর এদিন তৈরি করবে মালব্য রাজযোগ।  ১০০ বছর পর এদিন শুভ রাজযোগ তৈরি হচ্ছে। দুই শুভ যোগের প্রভাবে ভাগ্যের মোড় ঘুরবে তিন রাশির। 
 
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর এই সময় গ্রহদের প্রভাব শুভ। কর্মক্ষেত্র থেকে ব্যবসায়ে যাওয়ার ভালো সময়। এই রাশির নবম ঘরে তৈরি হবে এই রাজযোগ। তাছাড়াও, মিডিয়া, মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত তাদের শুভ সময়। বিদেশ যাওয়ার সম্ভাবনা । ধর্মীয় কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। বিবাহিতদের ব্যক্তিগত জীবনে সময় ভালো কাটবে। প্রেম জীবনের ক্ষেত্রেও ভালো সময়। চাকরিতে বদল হওয়ার সম্ভবনা। 

মকর রাশি
শিবরাত্রি থেকে মকর রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। ব্যবসাক্ষেত্রে লাভ, বিশেষত সোনা ব্যবসায়ীদের সফলতার সময় শুরু হবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করার ভালো যোগ। লাভের মুখ দেখার সম্ভবনাবহুল। সব কাজের জন্যই ভালো সময়। দূরে কোথাও ঘুরতে যাওয়ার ভালো যোগ। পাইকারি ব্যবসায় লাভের সম্ভবনা। মনের মানুষের সঙ্গে দেখা হবে এই রাশির ব্যক্তিদের।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময়। কোনও কাজে পিছিয়ে পড়ার সময় নেই। তাছাড়া ব্যক্তিত্বের বিকাশ ঘটতে থাকবে। সম্পদ বৃদ্ধির সম্ভবনা। ব্যবসাতেও লাভের মুখ দেখবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা। যারা পড়াশোনা করছেন তাঁদের খুব কঠোর পরিশ্রম করতে হবে। কেরিয়ারের উন্নতি মুখ দেখার একমাত্র পন্থা। সকল মনের ইচ্ছা পূরণ হতে পারে। ভাগ্যের দ্বার খুলবে এই রাশির ব্যক্তিদের।

rashifal.jpg