দক্ষিণবঙ্গে শীতকে এখনই টাটা নয়, আবার তাপমাত্রা কমবে! এই সপ্তাহেই বৃষ্টি, সোয়েটার পরতে হবে

সেই দিনটি কবে?

author-image
Anusmita Bhattacharya
New Update
s

নিজস্ব সংবাদদাতা: শীত প্রায় নেই বললেই চলে বাংলায়। এখন আর কম্বলের নয়, পাতলা চাদরেই কাজ চলে যাচ্ছে। মঙ্গলবার সকালেও কলকাতায় শীত ছিল না বললেই চলে। তবে এবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে যে কয়েকদিন পর আবার পারদ নামতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের দুই জেলায় বৃষ্টি আসছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ ও আগামীকাল কোথাও কোথাও হালকা বৃষ্টি দেখা দিতে পারে। এমনকি দার্জিলিঙে তুষারপাত হতে পারে। আগামী দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত  বেড়ে যেতে পারে। তবে এরপর ফের দুই দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতেও পারে।