নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে এখনও কোনও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। শনি ও রবিবার রাজ্যের তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। তবে আকাশ মেঘলা থাকবে। আশপাশের এলাকাগুলিতেও একই ছবি দেখা যাবে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় আগামী ৫ দিন তাপমাত্রা মোটের উপর শুষ্কই থাকবে।
শনিবার আংশিক মেঘলা আকাশ হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় মোটের উপর শুষ্ক আবহাওয়াই থাকছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বাড়তে পারে বলে আবহাওয়া দফতর আশঙ্কা প্রকাশ করেছেন। । বর্তমানে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে স্বাভাবিকের থেকে। তবে আগামী সপ্তহ থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।