তাপমাত্রার ওঠানামায় বিভ্রান্ত বাংলা, শীতের বিদায়ের সঙ্কেত

সারা শীত জুড়েই তাপমাত্রার চড়াই-উতরাই দেখেছে বাংলা। কখনো গরমের অনুভূতি, তো কখনো ঠান্ডা হাওয়া।

author-image
Tamalika Chakraborty
New Update
Winter

নিজস্ব সংবাদদাতা: সারা শীত জুড়েই তাপমাত্রার চড়াই-উতরাই দেখেছে বাংলা। কখনো গরমের অনুভূতি, তো কখনো ঠান্ডা হাওয়া—এক অদ্ভুত আবহাওয়ার খেলা চলেছে। সেই ধারাবাহিকতায় শুক্রবারও ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার রাতেও যেখানে অনেকেই ফ্যান চালিয়ে ঘুমিয়েছেন, সেখানে শুক্রবার সকালে কম্বল টেনে নিতে হয়েছে। কারণ, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শীতের বিদায়পর্ব শুরু হয়ে গিয়েছে। আর হাতে গোনা কয়েকদিনের মধ্যেই শীত বিদায় নেবে। তবে তার আগেই শুক্রবার তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমেছে। ভোর থেকেই শীতের আমেজ ছিল স্পষ্ট, সঙ্গে বইছে হালকা শীতল হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের মধ্যেই রয়েছে। গত কয়েকদিনের কুয়াশাচ্ছন্ন সকাল কাটিয়ে শুক্রবার আকাশ বেশ পরিষ্কার। তবে এই শীত বেশিদিন থাকবে না বলেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

বিগত কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল, ফলে গরম অনুভূত হচ্ছিল। অনেকেই রাতে ফ্যান চালিয়ে ঘুমিয়েছেন। তবে শুক্রবার সকালে ফের ঠান্ডা হাওয়া অনুভূত হওয়ায় অনেকেই বিস্মিত।

এদিকে, রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বুধবার কলকাতা-সহ সাত জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শীতের শেষ পর্বে আবহাওয়ার এই পরিবর্তনই বুঝিয়ে দিচ্ছে, এবার গরমের প্রস্তুতি নেওয়ার সময় এসে গিয়েছে।