নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম মেলায় গিয়ে মনসা মায়ের মন্দিরে পুজো দিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।
/anm-bengali/media/media_files/2025/04/05/PUVUv1P1o2CyQ4YasNxr.png)
শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার জকপুরের মহিষাগেড়ায় গত কয়েকদিন ধরে মনসা মন্দিরের পুজোকে কেন্দ্র করে মেলা বসেছিল। লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল এই মেলাতে। গতকাল ছিল শেষ দিন। আর এই শেষ দিনে মন্দিরে এসে পুজো দিলেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূঁইয়া। তাঁর দপ্তর থেকে এই মন্দিরের একাধিক কাজ হয়েছে। ‘জল ধরো জল ভরো’ প্রকল্পে একটু বড় পুকুরের পাড় বেঁধে তা সাজিয়ে তোলা হয়েছে। আর তাই এবার সেখানে পুজো দিলেন মন্ত্রী।