নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকায় ভূত ধরতে তৃণমূলের বৈঠক। ভুয়ো ভোটার খুঁজে বের করতে বাড়ি বাড়ি অভিযান আগেই শুরু হয়েছে। ভুয়ো ভোটার ধরার অভিযানে কি কি তথ্য উঠে এসেছে তা নিয়েই মূলত আলোচনা হবে। আজ এই নিয়েই বৈঠকে বসছে তৃণমূলের কোর কমিটি। তৃণমূল ভবনে হবে বৈঠক। কোর কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ ৩৬ জন সদস্য। কমিটির চেয়ারম্যান সুব্রত বক্সী। জমা পড়বে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনির রিপোর্ট।
/anm-bengali/media/media_files/g8NCm6kt6I6P8rnKLwjz.png)
এছাড়াও আজই নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধিদল। সুব্রত বক্সীর নেতৃত্বে সেই প্রতিনিধিদলে রয়েছেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস।