মন্দিরে চুরির চেষ্টা করে হল না শেষরক্ষা, চোরদের ঠাঁই শ্রীঘরেই!
গাজন সন্ন্যাসীদের উপর মিথ্যে অভিযোগ ও গ্রেফতারের প্রতিবাদ! রাজ্য সড়ক অবরোধ
আমেরিকার শুল্ক মারাত্মক হারে বৃদ্ধি, চিন দিল কড়া জবাব
SSC BREAKING: কেউ কোনও বিশেষ সুবিধা পাবেন না, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত!
SSC BREAKING: চাকরিহারা শিক্ষকদের কাজ চালিয়ে যেতে বলল সুপ্রিম কোর্ট!
আদালতে এসে আত্মসমর্পণ বিধায়কের! এবার তাকে নিয়ে বড় আপডেট
ইডির সামনে প্রিয়াঙ্কার স্বামী! বললেন এটাই এই সরকারের প্রচারণার ধরণ
ভারত-আমেরিকার সেনা বন্ধন আরও দৃঢ়, টাইগার ট্রায়াম্প ২০২৫-এ চমক
রাজ্যে কেন্দ্রের নজর—মুর্শিদাবাদে আসছে কেন্দ্রের জোড়া কমিশন, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

নগরায়ন হলেও নিজের ঐতিহ্য এখনও ধরে রেখেছে তিলোত্তমা , দূর্গা পুজোয় এবছরের বিশেষ থিম

রাজডাঙা নব উদয় সংঘের দূর্গা পুজো  এবছর ৪০ তম  বর্ষে  পদার্পণ করেছে। জানা যায় এবছর তাদের পুজোর বাজেট ৩৫ লক্ষ টাকা । রাজডাঙা নব উদয় সংঘের দূর্গা পূজার উদ্বোধনের দিন পুজো প্যান্ডেল উদ্বোধন কে করবেন তা এখনও স্পষ্ট নয় ।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-08-31 at 15.47.50.jpeg

নিজস্ব সংবাদদাতা:  হাতে আর মাত্র বাকি ৫০ দিন অর্থাৎ ১ মাস ২০ দিন বাকি দূর্গা পুজোর ।  ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্যান্ডেলের  খুঁটি পুজো সম্পূর্ণ হয়েগেছে। এবং প্যান্ডেলের কাজ চলছে ঘড়ির কাঁটা থেকেও  এক ধাপ এগিয়ে । প্রতিবছর শহর কলকাতার বুকে দূর্গা পুজো প্যান্ডেলের থিম তৈরি নিয়ে শুরু প্রতিযোগিতা। এবছর শহর কলকাতার বুকে একটু ভিন্ন ধরনের কলকাতার ঐতিহ্য সংস্কৃতি নিয়ে পুজো প্যান্ডেলের  থিম তৈরি করছে রাজডাঙা  নব উদয় সংঘ । তাদের পুজো প্যান্ডেলের থিমের নাম ’পরম্পরা’ মূলত শহর কলকাতা  দিনের পর দিন আধুনিকতার পথে হাঁটলেও কলকাতা তার নিজের ঐতিহ্য, সংস্কৃতি, স্থাপত্য এখনও ধরে রেখেছে তার বুকে ।এই বিষয় ফুটিয়ে তুলে ধরতে চলেছে রাজডাঙা নব উদয় সংঘ তাদের  প্যান্ডেলে। রাজডাঙা নব উদয় সংঘের  এবছর দূর্গা প্রতিমা শিল্পী মলয় রায় , শুভময় সিনহা ও পবিত্র বর্মন। এবং আলোক সজ্জা শিল্পী হলেন কুণাল পাঠক । রাজডাঙা নব উদয় সংঘের দূর্গা পুজো  এবছর ৪০ তম  বর্ষে  পদার্পণ করেছে। জানা যায় এবছর তাদের পুজোর বাজেট ৩৫ লক্ষ টাকা । রাজডাঙা নব উদয় সংঘের দূর্গা পূজার উদ্বোধনের দিন পুজো প্যান্ডেল উদ্বোধন কে করবেন তা এখনও স্পষ্ট নয় ।