নিজস্ব সংবাদদাতা: হাতে আর মাত্র বাকি ৫০ দিন অর্থাৎ ১ মাস ২০ দিন বাকি দূর্গা পুজোর । ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্যান্ডেলের খুঁটি পুজো সম্পূর্ণ হয়েগেছে। এবং প্যান্ডেলের কাজ চলছে ঘড়ির কাঁটা থেকেও এক ধাপ এগিয়ে । প্রতিবছর শহর কলকাতার বুকে দূর্গা পুজো প্যান্ডেলের থিম তৈরি নিয়ে শুরু প্রতিযোগিতা। এবছর শহর কলকাতার বুকে একটু ভিন্ন ধরনের কলকাতার ঐতিহ্য সংস্কৃতি নিয়ে পুজো প্যান্ডেলের থিম তৈরি করছে রাজডাঙা নব উদয় সংঘ । তাদের পুজো প্যান্ডেলের থিমের নাম ’পরম্পরা’ মূলত শহর কলকাতা দিনের পর দিন আধুনিকতার পথে হাঁটলেও কলকাতা তার নিজের ঐতিহ্য, সংস্কৃতি, স্থাপত্য এখনও ধরে রেখেছে তার বুকে ।এই বিষয় ফুটিয়ে তুলে ধরতে চলেছে রাজডাঙা নব উদয় সংঘ তাদের প্যান্ডেলে। রাজডাঙা নব উদয় সংঘের এবছর দূর্গা প্রতিমা শিল্পী মলয় রায় , শুভময় সিনহা ও পবিত্র বর্মন। এবং আলোক সজ্জা শিল্পী হলেন কুণাল পাঠক । রাজডাঙা নব উদয় সংঘের দূর্গা পুজো এবছর ৪০ তম বর্ষে পদার্পণ করেছে। জানা যায় এবছর তাদের পুজোর বাজেট ৩৫ লক্ষ টাকা । রাজডাঙা নব উদয় সংঘের দূর্গা পূজার উদ্বোধনের দিন পুজো প্যান্ডেল উদ্বোধন কে করবেন তা এখনও স্পষ্ট নয় ।