নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক মহড়া 'Tiger Triumph 2025'-এ দেখা গেল এক অন্যরকম দৃশ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও অভিন্ন কৌশলের মাধ্যমে দুই দেশের বাহিনী কেবল প্রশিক্ষণই নয়, বরং একে অপরের প্রতি আস্থা ও সহযোগিতার দৃষ্টান্তও স্থাপন করল। এই মহড়ার মূল লক্ষ্য ছিল যৌথভাবে অপারেশনাল রেডিনেস বা যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা। পাশাপাশি, সমন্বিত কৌশল প্রয়োগ করে বিপর্যয় মোকাবিলা, ত্রাণ বণ্টন এবং নিরাপত্তা রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে সেনাদের দক্ষতা বাড়ানো।
/anm-bengali/media/media_files/2025/04/17/1000189089-187578.jpg)
এই উদ্যোগের নেতৃত্বে ছিল U.S. Indo-Pacific Command। মহড়ায় অংশ নেয় U.S. Navy ও ভারতীয় নৌসেনা। উচ্চ পর্যায়ের আধুনিক প্রযুক্তির সাহায্যে দুই দেশের সেনা সদস্যরা অনুশীলনের মধ্য দিয়ে একে অপরের কর্মপদ্ধতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে।
/anm-bengali/media/media_files/2025/04/17/1000189087-979413.jpg)
'Tiger Triumph 2025' কেবল একটি সামরিক অনুশীলন নয়, বরং এটি ভারত-মার্কিন কৌশলগত বন্ধুত্ব ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরও মজবুত করার পথে একটি বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।