নিজস্ব সংবাদদাতা : আগামী দশ বছর পর তাঁর মৃত্যুর পর নিজের নামে কোনও স্মৃতিস্তম্ভ বা স্ট্যাচু তৈরি না করার আগ্রহ ব্যক্ত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে এক সরকারি বৈঠকে তিনি বলেন, “মানুষ তার কাজের মাধ্যমে বাঁচে, এবং তার ছবি মানুষের হৃদয়ে চিরকাল থাকে।”
এদিন মমতা সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতা সহ আবাস যোজনার বাড়ি নির্মাণের ব্যাপারে তিনি জানান, “আমার নামে কোনও প্রোগ্রাম বা স্ট্যাচু তৈরি করার আমি পক্ষপাতী নই। তবে আমি যখন একটি প্রতিশ্রুতি দিই, তা পালন করি। আমার প্রথম দায়বদ্ধতা মানুষের কাছে, তারপর দলের কাছে।”
মমতা আরও বলেন, “বাংলায় ইতোমধ্যে ৩৬ লক্ষ মাটির বাড়ি তৈরি হয়েছে, এবং আমরা আরও বাড়ি তৈরি করব। সরকার ১১ লক্ষ বাড়ির প্রতিশ্রুতি দিয়েছিল, তবে তা বাড়িয়ে ১২ লক্ষ করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে, এবং আরও ২৪ লক্ষ বাড়ি তৈরি হবে।”
মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি গরিব মানুষকে পাকা বাড়ি দেওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “যতদিন টাকা আসবে, ততদিন ধাপে ধাপে বাড়ি তৈরির কাজ চলবে। বাংলার প্রতিটি দরিদ্র মানুষের জন্য পাকা বাড়ি তৈরি করাই আমাদের লক্ষ্য।”