ধোঁয়াশার চাদরে ঢেকে যেতে বসেছে কল্লোলিনী কলকাতা

শহরে দূষণের মাত্রা বেড়েছে।

author-image
Adrita
New Update
ব্যাপক শীত, ২০ ডিগ্রির নিচে নামল কলকাতার পারদ

নিজস্ব সংবাদদাতাঃ শীত পড়তে শুরু করেছে ধীরে ধীরে। এই আবহেই বাড়ছে বায়ু দূষণের মাত্রাও। সূত্র মারফত জানা গিয়েছে যে, দূষণ ক্রমশ গ্রাস করেছে কলকাতাকেও। জানা গিয়েছে, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর, ময়দান, রবীন্দ্র সরোবরসহ একাধিক এলাকায় বায়ু দূষিত হয়েছে। ভোরের দিকে এই জায়গাগুলি ধোঁয়াশায় ঢেকে থাকে।  

শীতের সঙ্গে গরমের প্রভাবও কলকাতায় বৃদ্ধি পাবে আজ

আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে দূষণের পরিমাণ ১৮৬ এবং রবীন্দ্র সরোবর এলাকা দূষণের পরিমাণ ১৩৯। 

জমিয়ে শীত পড়বে কলকাতার বাইরে