কালীঘাট মেট্রোয় লিপলক প্রেমিক-প্রেমিকার! ভিডিও দেখেছেন?

কি আছে ভিডিওতে?

author-image
Anusmita Bhattacharya
New Update
kissco

নিজস্ব সংবাদদাতা: কালীঘাট মেট্রো স্টেশনে গভীর চুম্বন করছেন যুগল এমনই দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে আপাতত মেট্রো কর্তৃপক্ষ কোনও মন্তব্য না করলেও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তরজা চলছে। ভিডিয়োটি কবে তোলা হয়েছে, তা স্পষ্ট নেই কিন্তু পুরো বিষয়টি নিয়ে আলোচনায় মত্ত নেটপাড়া।

ভিডিওতে দেখা যায় যাত্রীরা অবাক হয়ে যুগলকে দেখছে আর তারা চুম্বনে মত্ত। কিছুই পাত্তা দিচ্ছে না তারা। একদল বলছে, "বেশ করেছে চুমু খেয়েছে প্রকাশ্যে। আবার খাবে। বারবার খাবে। বেশ করবে খাবে।পিসি তো কোলকাতা কে লন্ডন বানাবে বলেছিল, তাহলে এখন মেট্রোয় চুমু দেখে গাঁড় ফাটছে ক্যানো ভাই? ভাইরাল হওয়ার নেশা থাকলে নিজের কালো পোঁদের ছবি পোস্ট করে ভাইরাল হ আবোদা কোথাকার!" একদল লিখছে কলকাতা লন্ডন হয়ে গেল।