বিয়ের পরেও বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে চাইত! ছেলের আত্মহত্যা নিয়ে মুখ খুললেন প্রায় বায়ু সেনা
আকাশছোঁয়া ডিমের দাম! পাচারকারীর সংখ্যাও বাড়ছে এখানে
মার্চে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ! দরকারি কাজ থাকলে এখনই ক্লিক করুন
রাজ্যকে মাদক মুক্ত করতে হবে! উদ্ধার কয়েক কেজি হেরোইন
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে খারাপ ব্যবহার! দেশ জুড়ে বিক্ষোভ
BREAKING: সকাল সকাল এল প্রধানমন্ত্রী মোদীর টুইট! দিলেন বড় বার্তা
রাহুল গান্ধীর সঙ্গে দেখা গিয়েছিল, স্যুটকেসে মিলল সেই নেত্রীর দেহ! তদন্ত কতদূর?
ইউক্রেনের প্রেসিডেন্টকে অপদস্থ করে জয়ী ট্রাম্প! জোট বাঁধছে ইউরোপের দেশগুলো
BIG NEWS: বিশ্বব্যাপী এই পরিষেবা বন্ধ ঘন্টার পর ঘন্টা!

রাশিফল: মা দুর্গার আশীর্বাদে আজ শুভ ও সৌভাগ্য একসঙ্গে অশুভ ও দুর্ভাগ্যের ওপর জয় পাবে এই ৪ রাশির জীবনে

আজ ভালো দিন মেষ, বৃষ, তুলা ও মীন রাশির। 

author-image
Aniket
New Update
horoscope

নিজস্ব সংবাদদাতা: আধ্যাত্মিক মতে আপনার ভাগ্যকেমন যাবে তা নির্ভর করে গ্রহ, নক্ষত্র ও উপগ্রহের ওপর। আর রাশিফল কোনও ব্যক্তির ভাগ্যের বিষয়ে পূর্বেই বলে দিতে পারে। আধ্যাত্মিক মতে এই ধারণাকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে প্রত্যেক ব্যক্তির সাফল্য আসবেই। আধ্যাত্মিক মত বলে, ভবিষ্যৎকে সুন্দর করতে কোনও ব্যক্তি রাশিফলের ওপর অনায়াসেই নির্ভর করতে পারেন। রাশিফল অনুযায়ী আজ মেষ, বৃষ, তুলা ও মীন রাশির জাতক ও জাতিকাদের অর্থভাগ্য খুবই ভালো। আজ মেষ, বৃষ, তুলা ও মীন রাশির জাতক ও জাতিকারা শুভ সময়ের শীর্ষে রয়েছেন। জানুন এই ৪ রাশির আজকের রাশিফল-

মেষ রাশি- শত্রুর কোপ থেকে মুক্তিলাভ হবে। নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন। পড়াশোনার জন্য দিনটি ভালো। ভ্রমণের যোগ রয়েছে। বিভিন্ন দিক থেকে আয় হতে পারে। সকালের দিকে কোনও শুভ জিনিস আপনার সঙ্গে হতে পারে। চাকরিজীবীদের জন্য ভাল সুযোগ আসতে পারে। নতুন কোনও বন্ধু হতে পারে। অভিনেতাদের ভালো সুযোগ আসতে পারে। ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করতে পারেন এবং সেবামূলক কাজে অংশ নিতে পারেন, মনে আনন্দ আসবে। 

বৃষ রাশি- কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। চাকরিজীবীদের বড় কোনও কাজের সুযোগ হাতে আসতে পারে। শত্রুর দমন করতে সক্ষম হবেন। প্রেমে সাফল্য আসবে। ব্যবসায় লাভবান হতে পারবেন। কোথাও সম্মানিত হতে পারেন। বাড়িতে অতিথি আসতে পারে। আইনি কাজের ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন। আর্থিক চাপ থেকে মুক্তি মিলতে পারে। বাড়তি আয় হতে পারে। সপরিবার ভ্রমণ হতে পারে।  আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করতে পারেন।  

তুলা রাশি- পরিবারে আর্থিক অনটন মিটে যাবে। ব্যবসায়ীদের আয় বৃদ্ধির দিন। আপনার জন্য ভাল খবর আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভগবানের আশীর্বাদে দুর্ভাগ্যের ও অশুভের কালো ছায়া দূর হয়ে যাবে। স্বামী ও স্ত্রী উভয়ের উপার্জনে পারিবারিক অভাব দূর হবে। অনেক দিনের ইচ্ছের কোনও ব্যবসার সূচনা আজ ভগবানের আশীর্বাদে আচমকাই শুরু হতে পারে এবং দীর্ঘমেয়াদি হতে পারে। আজ তুলা রাশির জাতক ও জাতিকারা সৌভাগ্যের শীর্ষে থাকবে। আজ তুলা রাশির জাতক ও জাতিকাদের কর্মস্থানে উন্নতির যোগ রয়েছে। আধ্যাত্মিক আলোচনায় অংশ নিন।

মীন রাশি- আজ মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য খুবই শুভ দিন। উন্নতির সময় চলছে। বড় কোনো খরচের চিন্তা মাথায় থাকলেও খরচ ছাড়াই সমস্যার সমাধান হওয়ার প্রবল যোগ রয়েছে। সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে। নতুন চাকরির শুভ যোগাযোগের যোগ প্রবল। সংসারে শুভ দিন চলছে। আর্থিক উন্নতি বজায় থাকবে। চাকরিজীবীদের কর্মস্থানে বেতন বৃদ্ধি ও সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। ঈশ্বরকে স্মরণ করুন। 

hiring 2.jpeg