ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে খারাপ ব্যবহার! দেশ জুড়ে বিক্ষোভ

প্রেসিডেন্টের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য ইউক্রেন জুড়ে বিক্ষোভ।

author-image
Tamalika Chakraborty
New Update
Trump

 


নিজস্ব সংবাদদাতা: আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক কার্যত ভেস্তে গেছে। শুক্রবারের এই বৈঠক নিয়ে একাধিক বিতর্ক প্রকাশ্যে আসতে শুরু করেছে। ভলোদিমির জেলেনস্কিকে অতর্কিত আক্রমণ করা হোক বা না হোক, ওভাল অফিসে আরও কূটনৈতিক হওয়া উচিত ছিল বলে ইউক্রেনের বাসিন্দারা দাবি করেছেন। যেভাবে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেছেন ভলোদিমির জেলেনস্কিকে তা কোনওভাবেই মেনে নিতে পারছেন না। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছেন সেদেশের স্থানীয় বাসিন্দারা। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে রাশিয়ার আগ্রাসনের জন্য যেভাবে বার বার ইউক্রেনকে আক্রমণ করছেন, তা কখনই কাম্য নয় বলে ইউক্রেনের স্থানীয়রা অভিযোগ করেছেন। এতে ইউক্রেনের মানুষের তাঁদের প্রেসিডেন্টের ওপর আস্থা বেড়েছে।