নিজস্ব সংবাদদাতা: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন। বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বৈঠকটি কার্যত ভেস্তে যায়। এরপরেই ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে ইউরোপের নেতারা লন্ডনে একত্রিত হচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছেন। অন্যদিকে, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর নিজেকে জয়ী বলেই মনে করছেন। রিপাবলিকান নেতারা ট্রাম্পের প্রশংসা করেছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের শুরু থেকেই ইউক্রেনকে সামরিক সাহায্য কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তারই প্রতিফলন দেখতে পাওয়া গিয়েছে।