নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে। যাতে হতবাক হয়ে যাচ্ছেন রাজ্যবাসী। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেটা দেখে রাজ্যবাসী কার্যত চমকে গিয়েছেন।
২০২১ সালে আরজি করে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন হয়। সন্দীপ ঘোষকে সরানোর বিষয়ে আন্দোলন হয়। এই পরিস্থিতিতে সেই আন্দোলন তুলতে সন্দীপ ঘোষ অতি সক্রিয় ভূমিকা পালন করে। জানা যায়, সেই সময় আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে চিঠি পাঠানো হয়। এমনকী ফোন করে অভিভাবকদের হুমকি দেওয়া হয় বলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এরপর সায়ন ও মৈনাক রায় নামের দুই চিকিৎসক সন্দীপের অফিসে গিয়ে প্রতিবাদ জানায়। তাঁদের সন্দীপ ঘোষ তাড়িয়ে দেন বলে অভিযোগ ওঠে। সেই সময় ওই চিকিৎসক পড়ুয়া সন্দীপ ঘোষ বলেছিলেন, "বাড়িতে পুলিশ বা চিঠি পাঠানোর ফলে যদি বাবা মায়ের কিছু হয়ে য়ায় সেই দায় আপনাকে নিতে হবে"। শুধু তাই নয়, আন্দোলন করার সময় বহু চিকিৎসকের রেজিস্ট্রেশন আটকে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। এই বিষয়ে উচ্চ পর্যায়ে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।