নিজস্ব সংবাদদাতা: এবার সন্দীপ ঘোষকে নিয়ে কটাক্ষ করলেন অনুপম হাজরা। চোখ তুলে দেখ না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, গানটি সন্দীপ ঘোষের ভিডিওতে গানটি লাগিয়ে কটাক্ষ করেছেন অনুপম হাজরা। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, "নাইস পাঞ্জাবি Sandy ❤️"।