নিজস্ব সংবাদদাতা: লন্ডনে কেলজ কলেজে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দেখান দেবাংশু ভট্টাচার্য। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, এসএফআইয়ের ইউকে তে একটা শাখা রয়েছে। তারা মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠান বাতিল করার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কাছে চিঠি দিয়েছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তারপরেই তারা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে হাজির হয়। মুখ্যমন্ত্রীকে একের পর এক প্রশ্ন করেন। এতে সিপিএমকে বাংলার মানুষ আরও ঘৃণার চোখে দেখবে বলে সোশ্যাল মিডিয়ায় জানান দেবাংশু ভট্টাচার্য।
/anm-bengali/media/media_files/2025/03/28/2ghdPzXkaBJyOTX9ZTns.png)