'আমাকে সংসার চালাতে হয়', 'টেক্কা' মুক্তির প্রেক্ষাপটে দেবের বার্তা

জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবি ও সৃজিত মুখোপাধ্যায়ের 'টেক্কা' মুক্তির প্রেক্ষাপটে দেবের প্রতিশ্রুতি ও সমাজের প্রতি বার্তা তুলে ধরা হয়েছে।

author-image
Debapriya Sarkar
আপডেট করা হয়েছে
New Update

File Picture

নিজস্ব প্রতিবেদন : এই বছরের পুজো ছিল শহরের জন্য বিশেষ, কারণ একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে মহিলাদের ওপর সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ ছিল। সম্প্রতি এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় আন্দোলন চলছে। ধর্মতলা চত্বরে জুনিয়র চিকিৎসকেরা এই নিয়ে ১০ দফা দাবি নিয়ে অনশন করেছিলেন, যা এই ইস্যুর প্রতি সচেতনতা বাড়ায়।

publive-image

এই পরিস্থিতির মধ্যে মুক্তি পায় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত নতুন ছবি 'টেক্কা'। দেব, রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায় প্রধান চরিত্রে অভিনয় করেছে এই সিনেমায়। দেব, যিনি ছবির প্রযোজক, ছবি মুক্তির পরই তিনি জানান, যে তিনি প্রতিবাদ এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চান। সম্প্রতি দেব জানিয়েছেন, "গত দু-মাস ধরে আমি কাজ করেছি। প্রতিবাদও করেছি।"

publive-image

তিনি উল্লেখ করেন যে, "আমার বড় পরিবার এবং ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে। আমি সংসার চালাতে চাই।" দেব দর্শকদের কাছে আবেদন করেন, "প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখুন।" দেব আরও বলেন, "দর্শককে প্রেক্ষাগৃহে নিয়ে আসা সহজ নয়।" তবে তিনি আশা প্রকাশ করেন যে, ছবি ভালো ফল করবে। তিনি সমাজের জন্য শান্তি কামনা করে বলেন, "যারা খারাপ মানসিকতার, তাদের শাস্তি হওয়া উচিত।"