নিজস্ব সংবাদদাতা: বারবার ভূমিকম্প কলকাতার আশেপাশে। যার প্রভাবে তছনছ হতে পারে কলকাতাও? রেড-জোনে কোন কোন এলাকা? জেনে নিন সবিস্তারে।
কলকাতা শহরের উত্তরের দিকে গেলে উত্তরবঙ্গে হিমালয় পর্বতাঞ্চলে কিন্তু বেশ ভূমিকম্প প্রবণ। কম্পনের মাত্রা ৭ বা তার বেশি হলে প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গ, নেপাল , সিকিম, ইত্যাদি জায়গার ভূকম্পনের প্রভাব পড়েছে এ শহরে। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা বলছে কলকাতা শহরও সাইসমিক রিস্ক বা কম্পনের ঝুঁকি থেকে দূরে নেই। এখানে হয়ত ৭.৭ বা ৮ মাত্রার ভূমিকম্প হবে না কিন্তু যেখানে হবে, তার প্রভাব আসবে কলকাতায়। ক্ষয়ক্ষতির সম্ভবনাও রয়েছে।
/anm-bengali/media/media_files/2025/02/25/lJJoXTxVyASiwFhy5y6b.jpg)