নিজস্ব সংবাদদাতা: রাজ্য বিধানসভায় রাজ্যপালের জবাবি ভাষণে মহার্ঘভাতা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "অনেকে সরকারি কর্মীদের মাথা খারাপ করার চেষ্টা করেন। কুৎসায় কান দেবেন না। ২০১৯ সালে বাংলার ষষ্ঠ বেতন কমিশন চালু হয়। বাম আমলে কত ডিএ হয়েছিল? ২০১১ থেকে ডিএ বাবদ ২ লক্ষ কোটি টাকা দিয়েছে এই সরকার। ৭৫ হাজার কোটির দেনা শোধ করে কিভাবে করছি? ২০১৯ সালের ডিএসহ সরকারি কর্মচারীদের ২.৫৭ গুণ বেতন বেড়েছে। এবারের রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে। এখন কর্মীরা ১৮% হারে ডিএ পান।