নিজস্ব সংবাদদাতা: বাঘাযতীন ই-ব্লক সার্বজনীন দুর্গোৎসব সমিতির এবছরের পুজো ৭৩ তম বর্ষে পদার্পণ করল। এবছর তাঁদের থিম ‘আদল’।
আসলে মানুষ এখন প্রচুর ব্যস্ত। টেকনোলজির যুগ বলে কথা, তাই সবাই দৌড়চ্ছে। কিন্তু আজকের এই জীবন আমরা পেয়েছি পুরনো সময়কে কাটিয়ে এসেই। অর্থাৎ পুরনো সময়ের আদলেই তৈরি হয়েছে এই বর্তমান সময়। আর এবার সেই বাস্তব অনুভূতিকেই ফুটিয়ে তোলা হচ্ছে এই মন্ডপে।
সমগ্র বিষয়বস্তুর চিন্তা-ভাবনায় রয়েছেন শিল্পী রূপক বসু। আর প্রতিমা শিল্পী হলেন দীপেন মন্ডল। সমগ্র মন্ডপ সাজাতে এবছর খরচা হচ্ছে ১০ থেকে ১৫ লক্ষ টাকা। সাধারণ মানুষের দর্শনের জন্য পুজো মন্ডপ খুলে দেওয়া হচ্ছে তৃতীয়া থেকে।