নিজস্ব সংবাদদাতা: এবার ৩১ আগস্ট কাল দিবস হিসেবে পালন করার আহ্বান। রাত দখল করেছিল যে মহিলারা তাদের উদ্যোগে আবার এই আয়োজন।
/anm-bengali/media/media_files/6Ljg9WkMDaONJLyx7faM.jpg)
রাত ৮টায় ১ নম্বর এয়ারপোর্ট ট্যাক্সি স্ট্যান্ডের কাছে কালো দিবস পালন করা হবে তদন্ত ও বিচারের ধীর গতির প্রতিবাদে।
/anm-bengali/media/post_attachments/eed0a18ec44656f625150911ce5cd30a94eb10de214f1240e53b24d97ed7cc55.jpg?w=414)
কালো পোশাক পরিধান করে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানানো হবে। কালো কাপড় এর টুকরো বা কালো মাস্ক সঙ্গে আনতে হবে। প্ল্যাকার্ড বা আর্ট পেপারে লিখতে হবে "আমি (শিক্ষক,চাকরিজীবী,ব্যবসায়ী, হোম মেকার ইত্যাদি) আমি সুরক্ষিত নই"।
/anm-bengali/media/post_attachments/d82aea623d18fb05b6a89025ce86b4390ea687c1793a7953e28a26e5df59fbda.jpeg)