নিজস্ব সংবাদদাতা: অবশেষে কাটলো জট। আজই শপথ নিতে চলেছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। দুপুর ২টোয় বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন। আর সেই অধিবেশনেই এই দুই নব্য বিধায়িকা ও বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
টানা এক মাস ধরে চলছিল এই জট। রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে কিছুতেই কাটছিল না এই জট। ফলে জয়ী হয়েও নিজেদের পদে শপথ নিতে পারছিলেন না জয়ী বিধায়করা। তারপর গতকাল এই জট কাটার সম্ভাবনা থাকলেও উলটে সমস্যা বাড়ে রাজ্যপালের দেখানো পথে। তিনি আচমকায় নির্দেশ দেন যে এই দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার। অর্থাৎ স্পিকার উপস্থিত থাকা স্বত্ত্বেও শপথ বাক্য নাকি পাঠ করাবেন ডেপুটি স্পিকার। তা মানতে নারাজ হয় বিধানসভা।
আর তাই সকালেই বিধানসভায় বসে বিশেষ অধিবেশন। আর সবার সম্মতিক্রমে স্থির হয়, আজই দুপুর ২টোতেই শপথ গ্রহণ করবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার।