নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি নৌবাহিনীতে চাকরি করতে চান ? তাহলে আপনার জন্য সুখবর। ভারতীয় নৌবাহিনীতে চার্জম্যান, ড্রাফটসম্যান, ফায়ারম্যান, কুক, এমটিএস সহ একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/04/warship.jpg)
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ। এছাড়াও, পদ অনুযায়ী নির্দিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, আইটিআই বা সার্টিফিকেট কোর্স থাকা আবশ্যক। আরও জানা গিয়েছে যে, সায়েন্টেফিক অ্যাসিস্ট্যাট পদের জন্য স্নাতক পাশ হতে হবে।
/anm-bengali/media/post_attachments/601c3f95854084d5cecb6134065eeebe70a92f05804622e03f1ae711c22fc3be.jpg)
আবেদনকারীকে ২৯৫ টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে। আবেদন করার জন্য লগ ইন করতে হবে নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে।
/anm-bengali/media/post_attachments/bc17f67e1858222d21060ad5466dd7bb02881d9e87c9bfcd14e04e70249b9463.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)