নিজস্ব সংবাদদাতাঃ আগামীকাল জম্মু ও কাশ্মীরে প্রথম দফার নির্বাচন হতে চলেছে। যার জেরে রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা রয়েছে।
/anm-bengali/media/post_attachments/e1cec8bd-51c.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, আগামীকাল প্রথম দফায় ২৪টি আসনে ভোট হতে চলেছে। দক্ষিণ কাশ্মীরের চার জেলায় যেমন, পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি এবং জম্মুর চন্দ্রভাগা উপত্যকার জেলায় যেমন, ডোডা, কিস্তওয়ার ও রামবানের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে।
/anm-bengali/media/post_attachments/747101e6-eef.png)
প্রসঙ্গত, আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে ভোট হবে এবং ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মীরে। গণনা আগামী ৮ অক্টোবর।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/12/Large-Image-jk.jpg)