নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের নির্বাচনের ফলাফল ঘোষণা প্রক্রিয়া চলছে। এরই মধ্যে এবার বড় দাবি করলেন বিজেপি নেতা কাবিন্দর গুপ্ত। স্পষ্টতই জম্মু ও কাশ্মীরে জোট সরকারের জয় নিশ্চিত হচ্ছে দিন বাড়ার সাথে সাথে। ইতিমধ্যেই ৩৫ টিতে জয় পেয়ে এবং ৬ টি আসনে এগিয়ে গিয়ে ন্যাশেনাল কনফারেন্স দল বিশাল সাফল্যতা নিয়ে জম্মু ও কাশ্মীরে সরকার গড়ার পথে সবার আগে রয়েছে রয়েছে। অপরদিকে ৫ টিতে জয় নিয়ে ১ টিতে এগিয়ে থেকে কংগ্রেসের ঝুলিতে বর্তমানে রয়েছে ৬ টি আসন। এবার নির্বাচনের ফলাফলের প্রবণতা সম্পর্কে, প্রাক্তন জম্মু ও কাশ্মীরের ডেপুটি সিএম এবং বিজেপি নেতা কাবিন্দর গুপ্ত জানিয়েছেন, তার মনে হচ্ছে কংগ্রেসকে তাড়িয়ে দেবে ন্যাশেনাল কনফারেন্স। তিনি বলেছেন, "আমি মনে করি তারা (এনসি) কংগ্রেসকে তাড়িয়ে দেবে। যেই মুখ্যমন্ত্রী হন না কেন, জম্মু ও কাশ্মীরের কল্যাণে কাজ করাই প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত।" তার এই বক্তব্যে শোরগোল শুরু হয়েছে।