নিজস্ব সংবাদদাতা: বিজেপির বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে ন্যাশেনাল কনফারেন্স দলের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছে কংগ্রেস। আজ ফল ঘোষণা চলছে। জোট বেঁধে জম্মু ও কাশ্মীরে ৪৭ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস ও ন্যাশেনাল কনফারেন্স। তবে জোট ছাড়া মাত্র ৬ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। জয় এখনও আসেনি একটিতেও। এই বিষয়ে নিয়েই এবার চরম নিশানা করলেন তরুণজ্যোতি তিওয়ারি।
তিনি ট্যুইট করে বলেছেন, "যারা জম্মু-কাশ্মীরে কংগ্রেসের বিপুল ফল হয়েছে বলে প্রচার করছে তাদেরকে অনুরোধ করব একটু কংগ্রেস কটা সিট জম্মু-কাশ্মীরে পেয়েছে সেটা বলার জন্য। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কতগুলো আসন পেল সেটা মানুষের জানা দরকার আছে তো, জোটের আসন বলিনি কংগ্রেসের আসন সংখ্যা জিজ্ঞেস করেছি।।" তার এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।