নিজস্ব সংবাদদাতা : কলকাতা নাইট রাইডার্স (KKR) আজকে ১২৫ রানে চারটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে। দলের মিডল অর্ডার ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার ৬(৭) রান করে ক্রুনাল পান্ডিয়ার বলেই আউট হন। এর আগে, KKR-এর অধিনায়ক অজিঙ্ক রাহানে ৫৬ রান করে আউট হয়ে যায়। বর্তমানে KKR-এর স্কোর১৩ ওভারে ১২৫/৪.
উল্লেখ্য, প্রথম দিকে KKR এর হাতে খেলা থাকলেও এখন RCB খেলা নিজের হাতে নিয়ে নিয়েছে। প্রথম দিনের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর জন্য চাপ বাড়ছে।