নিজস্ব সংবাদদাতা: আইপিএল-এ আজ দুর্দান্ত দুটি দলের ম্যাচ চলছে। গুজরাটের বিরুদ্ধে মাঠে নেমেছে মুম্বাই। প্রথমে মাঠে নেমে ১৯৬ রান করেছে গুজরাট।
/anm-bengali/media/post_attachments/lm-img/img/2024/10/11/600x338/India-IPL-Cricket-42_1715486923843_1728657735592-373192.jpg)
১৯৭ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে প্রথম ৪ বলেই রোহিতকে হারাতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তবে দারুন কামব্যাক করেছে মুম্বাই। ৩ ওভার শেষে তাদের রান ৩০। গড়ে তারা প্রতি ওভারে নিজেদের রান ১০ করে রেখেছে। যা তাদের জয় এনে দিতে পারে অনায়াসেই।