নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, ইউক্রেনের নতুন ৩,০০০ কিলোমিটার দূরপাল্লার ড্রোনটি সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই ড্রোনটির নামকরণ করা হয়েছে "লং নেপচুন"। জেলেনস্কি বলেন, হামলার কার্যকারিতা নিয়ে তিনি অত্যন্ত সন্তুষ্ট এবং এটি ইউক্রেনের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করবে। নতুন এই ড্রোনটির সফল পরীক্ষা দেশের প্রতিরক্ষা সামর্থ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/s6r5JsWp2jsronMTIYrN.jpg)