নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া রাশিয়া ও আফ্রিকার নেতারা বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে এবং নব্য-উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করতে সম্মত হয়েছেন।
রুশ নেতা 'নব্য-উপনিবেশবাদ মোকাবেলায় যৌথ সংকল্প, অবৈধ নিষেধাজ্ঞা প্রয়োগের অনুশীলন এবং ঐতিহ্যবাহী নৈতিক মূল্যবোধকে ক্ষুণ্ন করার প্রচেষ্টার' কথাও উল্লেখ করেন।
পুতিন বলেন, 'অংশগ্রহণকারীরা আমাদের দেশের সঙ্গে সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে তাদের স্বাধীনতা ও প্রকৃত আগ্রহ দেখিয়েছেন। ১৭টি রাষ্ট্রপ্রধানসহ ৪৯টি দেশের প্রতিনিধিরা নিশ্চিত করেছেন যে বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে তারা অংশ নেবেন।'
জানা গিয়েছে, ঔপনিবেশিক লুণ্ঠনের প্রক্রিয়ায় বাস্তুচ্যুত সাংস্কৃতিক সম্পত্তি পুনরুদ্ধারসহ ঔপনিবেশিক নীতির জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে আফ্রিকান দেশগুলোর প্রচেষ্টাকে সমর্থন করবে রাশিয়া।