নিজস্ব সংবাদদাতা: মাঝ আকাশে নিখোঁজ হয়ে গিয়েছিল আলাস্কার যাত্রীবাহী বিমান। অবশেষে খোঁজ মিলল তার। আলাস্কায় বরফের স্তূপের মধ্যে খোঁজ মিলল নিখোঁজ বিমানের। সবমিলিয়ে নজন যাত্রী ও এক পাইলটকে নিয়ে আকাশে উড়েছিল ওই বিমানটি। তবে এবার সেটির খোঁজ মিলেছে বলে জানায় আমেরিকার উপকূল রক্ষী বাহিনী। বিমানে থাকা ১০ জনের কেউই বেঁচে নেই। এই মুহূর্তে বিমানের ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধারের কাজ চলছে।