নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি কাতারের দোহায় দ্বিপাক্ষিক আলোচনা করেছেন।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
দুই দেশের উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়েছে। কাতারের ভারতীয় প্রবাসীদের জন্যও কথা বলেছেন মোদী। এই বৈঠকের ভিডিও সামনে এসেছে। দেখুন ভিডিও-
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)