যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী হলেন অলিভার ডাউডেন

সহকর্মীদের উৎপীড়নের অভিযোগে পদত্যাগ করা ডমিনিক রাবের স্থলাভিষিক্ত হয়ে শুক্রবার অলিভার ডাউডেনকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছে ব্রিটিশ সরকার।

author-image
Aniruddha Chakraborty
New Update
VNVX

নিজস্ব সংবাদদাতাঃ সহকর্মীদের উৎপীড়নের অভিযোগে পদত্যাগ করা ডমিনিক রাবের স্থলাভিষিক্ত হয়ে শুক্রবার অলিভার ডাউডেনকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছে ব্রিটিশ সরকার। ডাউডেন বর্তমানে সুনাকের সরকারের ক্যাবিনেট অফিস মন্ত্রী হিসাবে কর্মরত। এর আগে তিনি সুনাকের কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ছিলেন, কিন্তু গত জুনে উপ-নির্বাচনে দলের পরাজয়ের পর ওই পদ থেকে পদত্যাগ করেন। এছাড়া আইনপ্রণেতা অ্যালেক্স চককে নতুন বিচারমন্ত্রী নিযুক্ত করা হয়, যা আগে রাবের দখলে ছিল।