নগ্ন করে মহিলাদের হত্যা! সিরিয়ায় নৃশংসতায় আঁতকে উঠছে বিশ্ব

সিরিয়ায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
syria-security-forces-tartus-7march2025-afp.jpg


নিজস্ব সংবাদদাতা: সিরিয়ার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে লাশের সারি। মহিলাদের নগ্ন করে গুলি চালানো হচ্ছে। দেশটির রাজনৈতিক অস্থিরতা নতুন রূপ নিয়েছে। গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের সরকার উৎখাতের পর রাজধানী দখল করে হায়াত তাহরির আল-শাম ও জইশ আল-ইজ্জা, গঠন করা হয় একটি অন্তর্বর্তী সরকার।

কিন্তু ক্ষমতায় এসেই নতুন সরকার পাল্টা সংঘাতের মুখে পড়েছে। জানা গেছে, হায়াত তাহরির আল-শামের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি আসাদের অনুগামীরা। দীর্ঘ দেড় দশকের গৃহযুদ্ধের রক্তাক্ত অধ্যায়ে যোগ হয়েছে নতুন এক বিপর্যয়।

এই সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে হাজারের বেশি মানুষ। দুই গোষ্ঠীর সংঘর্ষে বহু সাধারণ নাগরিক, মহিলা ও শিশু হতাহত হয়েছে। বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেদিনই প্রাণ হারান ৭০০-এর বেশি মানুষ। ব্রিটেনে অবস্থিত সিরিয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, ওই সংঘর্ষে নিহতদের মধ্যে ১২৫ জন সরকারি ও নিরাপত্তা কর্মকর্তা এবং ১৪৮ জন আসাদ সমর্থকও রয়েছেন।

সপ্তাহ পেরোলেও সংঘর্ষ থামার লক্ষণ নেই। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতি আহমেদ আল-শারা দুই পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। রবিবার দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, "জাতীয় ঐক্য ও অভ্যন্তরীণ শান্তি বজায় রাখলেই, এই দেশ সকলের বসবাসের উপযোগী হয়ে উঠবে।"