Bangladesh: বাংলাদেশে ধ্বংস মুজিবের বাড়ি! আওয়ামি লিগের প্রাক্তন সাংসদের বাড়িতেও হামলা

বাংলাদেশে মৌলবাদীদের হাতে গুঁড়িয়ে গেল শেখ মুজিবর রহমানের ধানমন্ডির বাড়ি।মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর এবার আওয়ামি লিগের প্রাক্তন সাংসদের বাড়িতেও হামলার অভিযোগ।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
67a496f58e76b-sheikh-mujibur-rahman-house-demolished-in-dhaka-060316379-16x9

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে মৌলবাদীদের হাতে গুঁড়িয়ে গেল শেখ মুজিবর রহমানের ধানমন্ডির বাড়ি। এখানেই থেমে নেই। জেলায় জেলায় ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি-সহ সমস্ত স্মৃতি। মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর এবার আওয়ামি লিগের প্রাক্তন সাংসদের বাড়িতেও হামলার অভিযোগ। সূত্রের খবর, আওয়ামি লিগ নেতা ওবায়দুল কাদেরের নোয়াখালীর বাড়িতে ভাঙচুর, আগুন দেওয়া হয়েছে।