একদিনে তিনবার বিভ্রাটের মুখে X বা টুইটার! বিশ্বজুড়ে বিপাকে সাধারণ মানুষ

সোমবার তিনবার যান্ত্রিক বিভ্রাটের মুখে পড়ল মাইক্রোব্লগিং সংস্থা X।

author-image
Tamalika Chakraborty
New Update
twitter


নিজস্ব সংবাদদাতা: একদিনে তিন বার বিভ্রাটের মুখে পড়ল মাইক্রোব্লগিং সোশ্যাল মিডিয়া এক্স। আগে এই সোশ্যাল মিডিয়া টুইটারে নামে পরিচিত ছিল। ঘটনার জেরে সারা বিশ্ব জুড়ে কয়েক লক্ষ  মানুষ বিপাকে পড়েছেন। প্রথম বিভ্রাট শুরু হয় ভারতীয় সময় বিকেল ৩:৩০ মিনিটে, দ্বিতীয়টি ঘটে সন্ধ্যা ৭:০০ মিনিটে এবং তৃতীয়টি ঘটে রাত ৮:৪৪ মিনিটে। যার ফলে সাধারণ মানুষ টুইটার অ্যাক্সেস করতে পারছেন না।  টুইটার বা এক্সের এই বিভ্রাটের জেরে সব থেকে বেশি প্রভাবিত হয়েছে আমেরিকা, ব্রিটেন, কানাডা, ভারত, অস্ট্রেলিয়া সহ একাধিক প্রভাবশালী দেশ। ৪০,০০০ বেশি ব্যবহারকারী ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন। তবে এই বিষয়ে এক্সের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

Elon musk