রাশিয়ার নতুন 'ইটালমাস' ড্রোন- যুদ্ধের কৌশল বদলাবে? জানুন!

রাশিয়ার 'ইটালমাস' কামিকাজে ড্রোন ২০০ কিলোমিটার পাল্লা এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার সাথে, এটি যুদ্ধক্ষেত্রে একটি শক্তিশালী অস্ত্র হয়ে উঠবে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, রাশিয়া একটি নতুন দূরপাল্লার কামিকাজে ড্রোন তৈরি করেছে, যার নাম "ইটালমাস" (ইজডেলি-৫৪)। এই ড্রোনটি ল্যানসেট ড্রোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ল্যানসেটের ৪০-৭০ কিলোমিটার পাল্লার তুলনায়, ইটালমাসের পাল্লা প্রায় ২০০ কিলোমিটার। এতে রয়েছে কয়েক ডজন কিলোগ্রাম ওজনের একটি শক্তিশালী ওয়ারহেড এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাথে সংহত। এই ড্রোনটি ইতিমধ্যেই ফ্রন্টলাইনে ব্যবহৃত হতে দেখা গেছে।

publive-image

publive-image